Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কার্যক্রম শুরু : ১৯৬১ সাল

ভূমিকা : 

 

              ১. ১৯৬১-৬২ বর্ষে সার বিতরণ কার্যক্রম শুরু

             ২.  ১৯৯২-৯৩ বর্ষ হতে বিএডিসি’র সার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ থাকে

             ৩.  ২০০৬-০৭ বর্ষ হতে পুনরায় নন ইউরিয়া সার বিতরণ কার্যক্রম শুরু

 

ভিশন :    ১. কৃষক পর্যায়ে মান সম্পন্ন সার সহজলভ্যকরন

               ২. ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদান

               ৩. সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা

 

মিশন :    ১. আমদানীকৃত সারের বাফার স্টক সৃজন

              ২. গুনগত মান সম্পন্ন সার সরবরাহ

 

কার্য পরিধি :  ১. টিএসপি,ডিএপি ও এমওপি সার সংরক্ষণ ও ডিলার পর্যায়ে বিতরণ

                    ২. গুদামে সারের বাফার স্টক সৃজন ও সহজলভ্যকরণ

 

মাঠ পর্যায়ের অফিস : ১. যুগ্মপরিচালক(সার) এর আওতাধীন ১ টি আঞ্চলিক অফিস

                                 ২. সহকারী পরিচালক(সার) এর আওতাধীন ৩ টি জেলা অফিস

সার বিক্রয় কেন্দ্র : ৩ টি

ব্যবহৃত গুদামের সংখ্যা : ৪ টি  

১. পাকা গুদাম : ২ টি (ধারণ ক্ষমতা ২০০০ মে.টন)

২. প্রি ফেব্রিকেটেড স্টিল গুদাম : ২ টি (ধারণ ক্ষমতা ৩,২০০ মে.টন)

নির্মিতব্য প্রি ফেব্রিকেটেড স্টিল গুদাম : ১ টি (ধারণ ক্ষমতা ৫০০০ মে.টন), শরিয়তপুর

বিতরণযোগ্য সারের নাম:       ১. টিএসপি - তিউনিশিয়া ও মরক্কো থেকে আমদানীকৃত

                                            ২. ডিএপি - সৌদি আরব ও মরক্কো থেকে আমদানীকৃত

                                            ৩. এমওপি- রাশিয়া,বেলারুশ ও কানাডা থেকে আমদানীকৃত

বিএডিসি’র বীজ ডিলার হতে নিবন্ধিত সার ডিলার : বিএডিসি ১৮৪ জন (প্রতিবছর পরিবর্তনশীল)

                                      বিসিআইসি থেকে নিবন্ধিত ২৬৬ জন (প্রতিবছর পরিবর্তনশীল)

                                                           মোট (১৮৪+২৬৬)= ৪৫০ জন

 

সেবা প্রদান :   ১. বিএডিসি’র সার ডিলার হিসাবে নিবন্ধন প্রদান

                     ২. বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ অনুযায়ী নন ইউরিয়া(টিএসপি,এমওপি ও ডিএপি) সার সরবরাহ

                     ৩. কৃষি মন্ত্রনালয় প্রদত্ত বরাদ্দ অনুযায়ী বিএডিসি ও বিসিআইসি নিবন্ধিত সার ডিলারদের মাধ্যমে কৃষক পর্যায়ে নন  ইউরিয়া সার বিতরণ